শৈলকূপা সরকারি উচ্চ বিদ্যালয় এর কৃতি শিক্ষাথী শৈলকুপার কৃতি সন্তান কবি গোলাম মোস্তফার মহাপ্রয়ান দিবস আজ ১৩ অক্টোবর : প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!!
তিনি শৈলকূপা থানার মনোহরপুর গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে ১৮৯৭ সালের ১৮ ডিসেম্বর (৭ পৌষ, ১৩০২ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন কাজী গোলাম রব্বানী। মাতার মোসাম্মাৎ শরীফা খাতুন।
কবি গোলাম মোস্তফাকে বলা হয় ইসলামী রেনেসাঁর কবি। অর্থাৎ তিনি ছিলেন মুসলিম জাগরণের কবি। কবিতা, গান, গজল ও নানা প্রবন্ধের মধ্য দিয়ে গোলাম মোস্তফা যেমন মুসলমানদের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, সমস্যা পীড়িত মুসলমানদের জন্য তেমন উত্তরণের পথও দেখিয়ে দিয়েছেন। সাহিত্য বোদ্ধাদের মতে, একদিকে তিনি ছিলেন যেমন খাঁটি দেশপ্রেমিক, নির্ভেজাল বাঙালি, বহুমুখী প্রতিভার অধিকারী কবি গোলাম মোস্তফা ছিলেন আমাদের গর্বের ধন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন এক সফল ব্যক্তিত্ব। কবি ১৯৬৪ সালে ৮ অক্টোবর ঢাকার শান্তিনগরের বাসায় লেখালেখি সেরে রাতে ঘুমাতে যাবার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ১৩ অক্টোবর রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। আজকের এই দিনে শৈলকূপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী দের পক্ষ থেকে কবির প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!!
1st Photo
Credit : Md Abir Hassan
2nd Photo Online